ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপরই থেকেই ভারতে অবস্থান করছেন তিনি। তবে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে দেশ ও বিদেশে নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন মিটিং এ যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে উসকানি দিতে দেখা গেছে হাস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি ও দুইজনকে হত্যা মামলায় প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে জমা দেয়া হয়েছে।
জুলাই ঘোষণাপত্রকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সম্ভাব্য সূচনা হিসেবে দেখি। শুধুমাত্র দুঃশাসনের উৎখাত নয়, ঔপনিবেশিক কাঠামো পরিবর্তনের মধ্য দিয়েই রাষ্ট্রকে অগ্রসর হতে হবে। ঘোষণাপত্রে অতীতের ব্যর্থতার সাথে ভবিষ্যতের রাষ্ট্রকাঠামোর দিকনির্দেশনায় শুধুমাত্র দলভিত্তিক ক্ষমতা নয়।
শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল, ছাত্র ও শ্রমিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ষোল বছর যাবত নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল-জুলুম, হামলা-মামলা, গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়।